Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আইইউডি

আইইউডি

আইইউডি মহিলাদের জরায়ুতে স্থাপন উপযোগী একটি দীর্ঘ মেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বাংলাদেশে সরকারী কার্যক্রমে ব্যবহৃত আইইউডি’র নাম কপার-টি ৩৮০-এ। সঠিক নিয়মে ব্যবহার করলে এটি অত্যন্ত কার্যকর (৯৯.৯৯%)।


আই ইউ ডি/কপার-টি কী?

ইংরেজি T অক্ষরের মত দেখতে এ পদ্ধতি পলিইথিলিন এর তৈরী, এর দন্ডে এবং দুই বাহুতে তামার সূক্ষ্ম তার জড়ানো থাকে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, প্রশিক্ষণ প্রাপ্ত প্যারামেডিক দ্বারা মেয়েদের জরায়ুতে ইহা পরানো হয়।


আইইউডি সুবিধা

খুবই কার্যকরী ( ৯৯.৯%)

দীর্ঘমেয়াদী (১০ বৎসর)

সহজে প্রয়োগ করা যায়

প্রয়োগ করার সাথে সাথেই কার্যকর হয়

ব্যবহারে বুকের দুধের কোন তারতম্য হয় না

পদ্ধতি ছেড়ে দেয়ার সাথে সাথেই গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে

যৌন সঙ্গমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না


আইইউডি অসুবিধা

কোন কোন গ্রহীতার প্রথম কয়েক মাস তল পেটে ব্যথা হতে পারে

কোন কোন গ্রহীতার প্রথম কয়েক মাস মাসিকের সময় রক্তস্রাব বেশী হতে পারে


আইইউডি কার জন্য উপযোগী

যে সব মহিলার অন্তত একটি জীবিত সন্তান আছে এবং দীর্ঘ দিনের জন্য গর্ভরোধ করতে চান

যে সব মহিলা হরমোন সমৃদ্ধ পদ্ধতি ব্যবহার করতে পারে না


আইইউডি প্রয়োগের সময়

মাসিক চক্রের ১-৭ দিনের মধ্যে আইইউডি পরানো উত্তম।


আইইউডি প্রদানে স্বাস্থ্যগত  সামাজিক উপযুক্ততা

নিম্নলিখিত কারণে আই ইউডি পরানো যাবে না

যদি কোন জীবিত সন্তান না থাকে

প্রসবের চার সপ্তাহের মধ্যে

প্রসবোত্তর সংক্রমন ও সংক্রমিত গর্ভপাতের পর

অতিরিক্ত রক্ত স্রাব যার কারণ জানা নাই


পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে

আইইউডি/কপারটি-র ক্ষেত্রে = ৪৪৯.০০ টাকা (প্রয়োগের সময় ১৭৩.০০+ ১ম ফলোআপ ৯২+২য় ফলোআপ ৯২+৩য় ফলোআপ